চবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে "Fabrication of Thin-film Flexible MIM Capacitor using Inkject Printing Additive Manufacturing ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের উদ্যোগে “Fabrication of Thin-film Flexible MIM Capacitor using Inkject Printing Additive Manufacturing” শীর্ষক এক সেমিনার চবি বিজ্ঞান অনুষদের ১ নং গ্যালারিতে ২২ ডিসেম্বর ২০২১ দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. বশীর ইকবাল মোর্শেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত সেমিনার কমিটির আহবায়ক চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষতায় অদম্য গতিতে এগিয়ে চলা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা পিছিয়ে পড়বো। মাননীয় উপাচার্য আরও বলেন, পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে একদিকে নিজেদের জ্ঞান ভান্ডার যেমন সমৃদ্ধ করা যায় তেমনি অন্যদিকে লব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মাঝে বিতরণের ফলে দেশে বহুমাত্রিক দক্ষতা সম্পন্ন আলোকিত মানবসম্পদ তৈরিতে সহায়ক ভূমিকা রাখা যায়। জ্ঞানের আদান-প্রদানের মাধ্যম হিসেবে এ ধরণের সেমিনার-সিম্পোজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপাচার্য অভিমত ব্যক্ত করেন।
সেমিনারে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিবচালকবৃন্দ এবং বিজ্ঞান অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
—————
স্বাক্ষরিত/-
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য)
রেজিস্ট্রার অফিস,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।