‘সিইউডিএস-ডিওই বিশ্ব পরিবেশ দিবস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ২০২২’ এ চবি চ্যাম্পিয়ন

‘Only One Earth’ এ শ্লোগানকে ধারণ করে ‘চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) ও পরিবেশ অধিদপ্তর (ডিওই) বিশ্ব পরিবেশ দিবস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ২০২২’ এর সমাপনী অনুষ্ঠান ২৮ মে ২০২২ বিকেল ৫:০০ টায় চবি চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম যুগ্ম-সচিব জনাব মোহাম্মদ মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জনাব মুফিদুল আলম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক জনাব হিল্লোল বিশ্বাস, রেকিট বেঙ্কিজার এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সরবরাহ পরিচালক জনাব প্রদীপ কৃষ্ণমূর্তি, রেকিট বেঙ্কিজার বিডি-এসএল এর সরবরাহ প্রধান জনাব জিয়া উদ্দীন এবং বেঙ্কিজার (বিডি) পিএলসি জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউডিএস এর মডারেটর চবি আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউডিএস’র সদস্য জনাব জান্নাতুল নাঈম।

সমাপনী বিতর্ক প্রতিযোগিতায় সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল রাউন্ডে শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেট সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২ টি দল অংশগ্রহণ করে। উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ২০২২ এর প্রথম পর্ব ২৭ মে ২০২২ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় উপাচার্য সিইউডিএস এর সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন সিইউডিএস অত্যন্ত সমৃদ্ধ অন্যতম একটি সংগঠন। একাডেমিক শিক্ষার পাশাপাশি এ সংগঠনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, বিতর্ক মানুষকে যুক্তিবাদী হতে শেখায়। তর্কের খাতিরে তর্ক নয়; সুন্দর বাচনভঙ্গি, সাবলীল উপস্থাপনা এবং যুক্তির মাধ্যমে সত্য তুলে ধরাই হলো বিতর্কের অন্যতম লক্ষ্য। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। মাননীয় উপাচার্য সিইউডিএস এর সদস্যদের একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরণের সৃজনশীল কার্যক্রম অব্যাহত রেখে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান। মাননীয় উপাচার্য বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান।

Scroll to Top