চবিতে আইএমএল আন্তর্জাতিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘বাংলাদেশে ভাষা সংযোগ এবং ভাষা শিক্ষার সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক দুই দিন ব্যাপী (১৭-১৮ ফেব্রুয়ারি) আইএমএল আন্তর্জাতিক কনফারেন্স ২০২৫ চবি কলা ও মানববিদ্যা অনুষদ গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
উপাচার্য বলেন, ভাষা সংযোগ একটি স্বাভাবিক ও অনিবার্য প্রক্রিয়া, যা মানব সমাজের বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইতিহাসের ধারায় আমরা দেখেছি, বাণিজ্য, অভিবাসন, উপনিবেশবাদ ও বিশ্বায়নের ফলে বিভিন্ন ভাষার মধ্যে সংযোগ গড়ে উঠেছে। এ সংযোগ কখনো ভাষাগত সমৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে, আবার কখনো ভাষা হ্রাস ও বিলুপ্তির কারণ হয়েছে।
তিনি আরও বলেন, আজকের বিশ্বায়নের যুগে ভাষা শিক্ষা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে, বহুভাষিক দক্ষতা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে স্থানীয় ভাষাগুলো সংরক্ষণের চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। উপাচার্য বলেন, ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদের দ্বিভাষিক ও বহুভাষিক শিক্ষা নীতি গ্রহণ, স্থানীয় ও আন্তর্জাতিক ভাষার মধ্যে ভারসাম্য রক্ষা, প্রযুক্তির মাধ্যমে ভাষা শিক্ষার প্রসার ঘটানো ও ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণে নীতি গ্রহণ লক্ষ্য হওয়া উচিত। তিনি দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারের সফলতা কামনা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির। সেমিনারে সভাপতিত্ব করেন চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী। উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের আহবায়ক চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ইব্রাহিম হোসেন।
উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। ভাষার সংযোগ ও ভাষা শিক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, বহুভাষিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে পারি।
সেমিনারের প্রথম দিনে মূল বক্তব্য উপস্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্র ডার্টমাউথ কলেজ এর ভাষাবিজ্ঞান বিভাগ, ফুলব্রাইট স্কলার অধ্যাপক ড. ডেভিড এ পিটারসন ও ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আছাদুজ্জামান। এছাড়াও দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক, ভাষাবিজ্ঞানী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কনফারেন্সের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় ভাষা বিজ্ঞান ও ই.এল.টি বিষয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার বিষয়ক প্যানেল ডিসকাশন। উক্ত আলোচনায় উপস্হিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, আলিয়স্ ফ্রঁসেজ, চট্টগ্রাম এর পরিচালক জনাব ব্রুনো লাক্রাম্প, এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির সন্মানিত প্রতিনিধি জনাব ম্যাথিউ গ্লোটফেল্টার ও কৃষ্টি- সামাজিক সংগঠনের প্রতিনিধি জনাব ফয়সাল আহমেদ। প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম তার বক্তৃতায় ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
———–
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়