যুগান্তকারী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার কৌশল নিয়ে চবিতে আইকিউএসির সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে যুগান্তকারী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার কৌশল নিয়ে “Generating Groundbreaking Ideas – Why History is More Important Than Ever” শীর্ষক সেমিনার আজ (৬ মার্চ, ২০২৫) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। চবি Institutional Quality Assurance Cell (IQAC) এবং Office for International Affairs এর যৌথ আয়োজন ও বিশ্ববিদ্যালয় রিসার্চ ও ইনোভেশন হাবের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
 
সেমিনারের মূল আলোচক ছিলেন এমআইটি মিডিয়া ল্যাবের সাবেক গবেষক এবং ইউনিভার্সাল মেশিন ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা বিশিষ্ট গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তা ড. নাজমুস সাকিব। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহাব উদ্দিন। সেমিনারে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।
 
চবি উপাচার্য তার ভাষণে সেমিনারে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ করে সেমিনারের বক্তা, বিশিষ্ট গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তা ড. নাজমুস সাকিবকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, পৃথিবীর বড় বড় স্কলারদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানোর মাধ্যমে তাদের জ্ঞানগর্ভ বক্তব্য ও অভিজ্ঞতা শেয়ারের ফলে এ বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন। একইসাথে ইতিহাস ও উদ্ভাবনী চিন্তাধারার মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতে সেমিনারটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক এবং অনুষদের সদস্যদের জন্য একটি অনন্য সুযোগ বলে উপাচার্য মন্তব্য করেন। তিনি সেমিনারে উপস্থাপিত আলোচনা-পর্যালোচনা নিজেদের মধ্যে প্রতিফলনের মাধ্যমে সকলকে উদ্ভাবনী শক্তিতে অংশগ্রহণের আহবান জানান।
 
উপ-উপাচার্য (একাডেমিক)বলেন, আজকের এ সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে সেমিনারের মূল আলোচকের আলোচনার তিনি প্রশংসা করেন। তিনি বলেন, ‘বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বড় সমস্যা মিথ্যা তথ্য। মিথ্যা তথ্যের কারণে বিজ্ঞানের অগ্রযাত্রা সঠিকভাবে হচ্ছে না। তিনি আরও বলেন, বিজ্ঞানীরা যেকোনো আইডিয়াকে নির্ধারণ করে সামনের দিকে অগ্রসর হয়ে উদ্ভাবনী চেতনায় এগিয়ে যায়। উপ-উপাচার্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদেরকে বিজ্ঞানীদের এ চেতনাকে সামনে রেখে গবেষণা কার্য পরিচালনা করার আহবান জানান।
 
সেমিনারের মূল আলোচক বিশিষ্ট গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তা ড. নাজমুস সাকিব তার বক্তৃতায় ইতিহাসের গুরুত্ব, নতুন উদ্ভাবনের জন্য ইতিহাসের ভূমিকা এবং ভবিষ্যৎ সৃষ্টিতে অতীত বিশ্লেষণের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, নতুন গবেষণা ও পণ্য ডিজাইন থেকে শুরু করে সেগুলোকে ব্যাপক পরিসরে বাস্তবায়নের মাঝে যে গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে, তা খুঁজে দেখার একটি পথ এ সেমিনারে উঠে এসেছে। তিনি আটটি স্টার্টআপ প্রতিষ্ঠার অভিজ্ঞতা এবং বিশ্বের শীর্ষ বিজ্ঞানী ও উদ্যোক্তাদের সাথে কাজ করার শিক্ষাগুলো থেকে নেওয়া মূল অন্তর্দৃষ্টি নিয়ে সেমিনারে আলোচনা করেন। এছাড়াও উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার চিন্তাভাবনায় নতুন মাত্রা যোগ করতে এ সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
সেমিনারে চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন সেমিনারের মূল আলোচক, বিশিষ্ট গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তা ড. নাজমুস সাকিবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
টেকনিক্যাল সেশন শেষে ভলন্টিয়ারদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় রিসার্চ ও ইনোভেশন হাবের ম্যানেজার সাকিব আহমেদ। তিনি উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
———
স্বাক্ষরিত/
ড. মোঃ শহীদুল হক
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Scroll to Top