“The Fourth Industrial Revolution (4IR): Reshaping Business for Sustainable Development in Bangladesh” শীর্ষক কনফারেন্সের প্রসিডিংস এর মোড়ক উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ এর উদ্যোগে সম্প্রতি ভার্চূয়্যালি অনুষ্ঠিত “The Fourth Industrial Revolution (4IR) : Reshaping Business for Sustainable Development in Bangladesh” শীর্ষক কনফারেন্সের প্রসিডিংস এর মোড়ক ১৩ ডিসেম্বর ২০২১ দুপুর ২:০০ টায় উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, কনফারেন্স কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ আইয়ুব ইসলাম, ব্যুরো অব বিজনেস রিসার্চ এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এবং ব্যুরো অব বিজনেস রিসার্চ এর পরিচালক প্রফেসর ড. এস. এম. শোহরাবুদ্দীন উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য একটি চমৎকার বিষয়ের উপর ভার্চূয়্যালি জাতীয় কনফারেন্স করায় আয়োজবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তোলার এখনই সময়। আর এ জন্য শিক্ষক-গবেষকদের এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিয়মিত সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষম করে গড়ে তুলতে হবে।
—————
স্বাক্ষরিত/-
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য)
রেজিস্ট্রার অফিস,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।