চবি উপাচার্যের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবে ১ম রানার আপ অর্জনকারী দলের সৌজন্য সাক্ষাৎ

 

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো জাগরণ উৎসবে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম রানার আপ অর্জনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল ৬ ডিসেম্বর ২০২১ দুপুর ১:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার আপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠতে অনুপ্রেরণা যোগাবে। মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের নিয়মিত সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহবান জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের ৮টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষার্থী এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

—————
স্বাক্ষরিত/-
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য)
রেজিস্ট্রার অফিস,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Scroll to Top