চবি’তে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন

২১ মার্চ ২০২৪ বেলা ১১:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নবনির্মিত কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। এসময় চবি মাননীয় উপ-উপাচার্যদ্বয়, চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, উক্ত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন কম্পিউটার ল্যাবে কম্পিউটার ও অন্যন্য সামগ্রী অনুদান হিসেবে প্রদান করায় দাতা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য তথ্য প্রযুক্তির এ যুগে কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে এ মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। তিনি চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক মান উন্নয়নে বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, পিএইচপি গ্রুপের অর্থায়নে নবনির্মিত ল্যাবে ৪০টি কম্পিউটার ও প্রয়োজনীয় সংখ্যক আসবাবপত্র, অনলাইন আইপিএস, জেনারেটর ইত্যাদি অনুদান হিসেবে প্রদান করা হয়।
————
স্বাক্ষরিত/-
(খন্দকার মোয়াজ্জেম হোসেন)
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও ফটোগ্রাফি)
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখঃ ২১/০৩/২০২৪